Header Ads

Header ADS

একজন গার্মেন্টস শ্রমিকের যে ০৭ টি মজুরী হিসাব পদ্ধতি জানা বাধ্যতামূলক | NigarBD

গার্মেন্টস শ্রমিকের ৭টি মজুরী হিসাব পদ্ধতি | NigarBD.com

প্রতিটি গার্মেন্টস শ্রমিকের যে ৭টি মজুরী হিসাব জানা দরকার

প্রতিটি গার্মেন্টস শ্রমিকের এই ০৭ টি মজুরী হিসাব পদ্ধতি জানা জরুরী। এই মজুরী হিসাব পদ্ধতি ভালো ভবে শিখতে পারলে তখন তারা নিজেরাই হিসাব করে বের করতে পারবে যে তার এই মাসে মজুরী কত টাকা হবে।

১. বেসিক বেতন এবং বাড়ি ভাড়া বের করার নিয়ম

মনে করি জেরিনের মোট বেতন ১২৫০০ টাকা।
বেসিক বেতন বের করার সূত্র :- (মোট বেতন – ২৪৫০) ÷ ১.৫

২৪৫০ হলো মোট ভাতার যোগফল:- ( চিকিৎসা ভাতা- ৭৫০, যাতায়াত ভাতা- ৪৫০, খাদ্য ভাতা- ১২৫০ )

=১২৫০০-২৪৫০=১০০৫০,
১০০৫০ ÷ ১.৫ = ৬৭০০ টাকা ---------- (মূল মজুরী)

বাড়ী ভাড়া বের করার সূত্র হচ্ছে-
= মূল মজুরী × ৫০%
= ৬৭০০ × ৫০% = ৩৩৫০ টাকা ---------- ( বাড়ী ভাড়া )

নোট: একজন গার্মেন্টস শ্রমিকের বেতনের মধ্যে ০৫ টি ভাগ থাকে ।

যথা- ১। মূল মজুরী, ২। বাড়ী ভাড়া, ৩। চিকিৎসা ভাতা, ৪। যাতায়াত ভাতা, ৫। খাদ্য ভাতা,
সকল গ্রেডে এই ভাতা গুলো (চিকিৎসা ভাতা-৭৫০, যাতায়াত ভাতা-৪৫০, খাদ্য ভাতা-১২৫০) একই থাকবে। শুধুমাত্র বেতন অনুযায়ী মূল মজুরী এবং বাড়ী ভাড়া পরিবর্তন হবে।

রেফারেন্স – ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত নিম্নতম মজুরী গেজেট

২. ওভার টাইম হার বের করার নিয়ম।

উপরের ১ নং প্রশ্ন এর উত্তরের আলোকে জেরিনের মূল মজুরী হচ্ছে ৬৭০০ টাকা।

ওভার টাইম হার বের করার সূত্র হচ্ছে:- (মূল মজুরী ÷ ২০৮) × ২

সুতরাং,

৬৭০০ ÷ ২০৮ = ৩২.২১,
৩২.২১ × ২ = ৬৪.৪২

এই ৬৪.৪২ টাকা হলো প্রতি ঘন্টার ওভার টাইম হার।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা ১০৮

৩. মাসের মাঝখানে অনুপস্থিত এর জন্য মজুরী কর্তন হিসাব

জেরিনের মোট মজুরী ১২৫০০ টাকা। সে জুলাই মাসে ০২ দিন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলো। এখন এই ০২ দিনের জন্য তার কত টাকা কর্তন হবে ?
উপরের ০১ নং প্রশ্ন এর উত্তরের আলোকে জেরিনের মূল মজুরী হচ্ছে ৬৭০০ টাকা। শ্রম আইন অনুযায়ী মজুরী বলতে শ্রমিকের মূল মজুরীকে বুঝাবে।

অনুপস্থিত কর্তন এর সূত্র হচ্ছে:- (মূল মজুরী ÷ ৩০) × অনুপস্থিত দিন

সুতরাং,

৬৭০০ ÷ ৩০ = ২২৩.৩৩ ---------- (০১ দিনের মজুরী)

যেহেতু ০২ দিন অনুপস্থিত ছিল-

২২৩.৩৩ × ২ = ৪৪৬.৬৬ টাকা

অর্থাৎ = ৪৪৭ টাকা

এই ৪৪৭ টাকা কর্তন হবে ০২ দিন অনুপস্থিতির জন্য।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫, বিধি ১১৫

৪. মাসের মাঝখানে যোগদান করলে মজুরী হিসাব

জেরিন জুলাই মাসের ০৭ তারিখে সহকারী অপারেটর হিসাবে যোগদান করেছে। তার মোট বেতন ১২৫০০ টাকা। এখন জুলাই মাসের বেতন বাবদ জেরিন কত টাকা পাবে ?

যেহেতু জেরিন মাসের মাঝখানে যোগদান করেছে সেক্ষেত্রে মোট মজুরীকে উক্ত মাসের মোট দিন দ্বারা ভাগ করে উক্ত মেয়াদের দিনগুলোকে গুণ করে মজুরী হিসাব করতে হবে।

সূত্র হচ্ছে – (মোট মজুরী ÷ ৩১)× অনুপস্থিত দিন ---------- ( যেহেতু জুলাই মাস ৩১ দিনে মাস ছিলো )

সুতরাং,

১২৫০০ ÷ ৩১ = ৪০৩.২২ ---------- ( ০১ দিনের মোট মজুরী )

যেহেতু যোগদানের পূর্বে ০৬ দিন অনুপস্থিত ছিলো সেহেতু-

৪০৩.২৩ × ৬ = ২৪১৯.৩৫ টাকা,

এখন এই ২৪১৯.৩৫ টাকা মোট মজুরী থেকে বাদ দিতে হবে

১২৫০০ - ২৪১৯.৩৫ = ১০০৮০.৬৫ টাকা

অর্থাৎ - ১০০৮১ টাকা

জেরিন এই ১০০৮১ টাকা জুলাই মাসের বেতন বাবদ পাবে।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫, বিধি ১১৪

৫. লেট করে অফিসে আসার জন্য মজুরী কর্তন হিসাব

জেরিনের মোট মজুরী ১২৫০০ টাকা । সে একদিন ২ ঘন্টা লেইট করে আসে। এখন এই ২ ঘন্টার জন্য কত টাকা কর্তন হবে ?

সাধারনত লেইট এর জন্য কর্তন , এটি মূল মজুরী থেকেই করা হয়। উপরের ১ নং প্রশ্ন এর উত্তররের আলোকে জেরিনের মূল মজুরী হচ্ছে ৬৭০০ টাকা। এখন মূল মজুরীকে ৩০ দ্বারা ভাগ করে ১ দিনের মজুরী বের করতে হবে। তারপর সেই মজুরীকে ০৮ দ্বারা ভাগ করে ১ ঘন্টার মজুরী বের করতে হবে। এরপর ১ ঘন্টার টাকাকে মোট লেইট ঘন্টা দ্বারা গুন করলেই কর্তনযোগ্য টাকা বের হয়ে আসবে।

লেইট কর্তন হিসাবের সূত্র হচ্ছে {(মূল মজুরী ÷ ৩০) ÷ ৮} × লেট ঘন্টা

সুতরাং,

৬৭০০ ÷ ৩০ = ২২৩.৩৩ ---------- ( ০১ দিনের মজুরী )

২২৩.৩৩ ÷ ৮ = ২৭.৯২ ---------- (১ ঘন্টার মজুরী)

২৭.৯২ × ২ = ৫৫.৮৪ টাকা

অর্থাৎ - ৫৬ টাকা

জেরিনের ২ ঘন্টা লেইট এর জন্য এই ৫৬ টাকা কর্তন হবে।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা ১২৬

৬. অর্জিত ছুটির টাকা হিসাব

কোনো প্রতিষ্টানে অবিচ্ছিন্ন ভাবে ০১ বছর চাকুরী সর্ম্পূন করেছেন এমন প্রত্যেক শ্রমিক পরবর্তী ১২ মাস সময়ের জন্য তার পূর্ববর্তী ১২ মাস কাজের জন্য ( কোনো দোকান বা বানিজ্য বা শিল্প প্রতিষ্টান অথবা কারখানার সড়ক পরিবহন প্রতিষ্টানের জন্য ) মজুরীসহ প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন করে ছুটি পাবেন। যা অর্জিত ছুটি নামে পরিচিত। সাধারনত গার্মেন্টস মালিকগন এই অর্জিত ছুটির টাকা বছর শেষে নিদিষ্ট একটি দিনে প্রদান করে থাকেন। শ্রম আইন অনুযায়ী পূর্ববর্তী ১২ মাসের মোট অর্জিত ছুটির অর্ধেক প্রদান করা হবে এবং বাকি অর্ধেক জমা থাকবে। এভাবে ৪০ দিন পর্যন্ত অর্জিত ছুটি জমা রাখা যাবে। ৪০ দিনের উপরে যা হবে তা সম্পুর্ন প্রদান করতে হবে।

জেরিনের মোট মজুরী ১২৫০০ টাকা । তার অর্জিত ছুটি হচ্ছে ১০ দিন। এখন এই অর্জিত ছুটি বাবদ সে কত টাকা পাবে ??

অর্জিত ছুটির হিসাব সূত্র - ( মোট মজুরী ÷ ৩০ ) × অর্জিত ছুটির সংখ্যা

১২৫০০ ÷ ৩০ = ৪১৬.৬৭ ---------- ( ১ দিনের মোট মজুরী )

৪১৬.৬৭ × ১০ = ৪১৬৬.৭০ টাকা

অর্থাৎ - ৪১৬৭ টাকা

জেরিন ১০ দিনের অর্জিত ছুটি বাবদ ৪১৬৭ টাকা পাবে ।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা ১১৭ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫, বিধি ১০৭

৭. খোরাকী ভাতা হিসাব

খোরাকী ভাতা এর অর্থ হলো- মূল মজুরী, মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তবর্তী মজুরী যদি থাকে তাহালে এর অর্ধেক।

উদাহারণ – সাধারনত কোনো কর্মীকে দোষী সাব্যস্ত হলে বা তার বিরোধ্যে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। তখন তাকে যে ভাতা প্রদান করা হয় তাকে খোরাকি ভাতা বলে।

জেরিনে এর বেতন ১২৫০০ টাকা । তাকে দোষী সাব্যস্ত করে ৩ দিন সাময়িক ভাবে বরখাস্ত করা হয় । এখন বরখাস্ত অবস্থায় থাকা কালীন সে কত টাকা খোরাকী ভাতা পাবে ?

উপরের ১ নং প্রশ্ন এর উত্তররের আলোকে জেরিনের মূল মজুরী হচ্ছে ৬৭০০ টাকা। এখন মূল মজুরীকে ৩০ দ্বারা ভাগ করতে হবে। এরপর সেই সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করলেই এক দিনের খোরাকী ভাতা বের হবে।

খোরাকী ভাতা বের করার সূত্র – ( মূল মজুরী ÷ ৩০ ) ÷ ২

সুতরাং,

৬৭০০ ÷ ৩০ = ২৩৩.৩৩

২৩৩.৩৩ ÷ ২ = ১১১.৬৭ ---------- (১ দিনের খোরাকী ভাতা)

যেহেতু ৩ দিন সাময়িক ভাবে বরখাস্ত ছিলো সেহেতু,

১১১.৬৭ × ৩ = ৩০৫ টাকা

জেরিন সাময়িক ভাবে বরখাস্ত থাকা অবস্থায় ৩০৫ টাকা খোরাকী ভাতা পাবে ।

রেফারেন্স – বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা ২ {৯ (ক)}

Asaduzzaman

আসাদুজ্জামান

এইচ.আর প্রফেশনাল | প্রতিষ্ঠাতা - NigarBD.com

Powered by Blogger.